Site icon Jamuna Television

পেট্রোবাংলা চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকারকে অপসারণ করাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) বৈষম্যবিরোধী কর্মকর্তা-কর্মচারীরা।

আজ সোমবার (১৯ আগস্ট) দুপুরে কারওয়ান বাজারে এক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে তারা এ দাবি জানায়।

দাবিতে আরও জানানো হয়, গ্যাস সরবরাহের চুরির অংশ ‘সিস্টেম লস’-এর নামে অন্যায়ভাবে জিটিসিএলের ওপর চাপিয়ে দেয়া সিদ্ধান্ত জরুরি ভিত্তিতে বাতিল করতে হবে। এছাড়া, বৈষম্যমুলক অর্গানোগ্রাম দ্রুত সংস্কারের মাধ্যমে আন্তঃক্যাডার বৈষম্য দূর করে কোম্পানিতে সুষ্ঠ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবি করেন তারা।

জিটিসিএলের বৈষম্যবিরোধী কর্মকর্তা-কর্মচারীরা আরও বলেন– অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত প্রকল্প গ্রহণ বন্ধ করতে হবে।

উল্লেখ্য, গত বছরের ১ জানুয়ারি পেট্রোবাংলার নতুন চেয়ারম্যানের দায়িত্ব পান জনেন্দ্র নাথ সরকার। এর আগে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন তিনি।

Exit mobile version