Site icon Jamuna Television

আবহাওয়া অধিদফতরের পরিচালকের পদত্যাগ

আবহাওয়া অধিদফতরের পরিচালক (চলতি দায়িত্ব) পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন মো. আজিজুর রহমান। আজ সোমবার (১৯ আগস্ট) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগপত্রে তিনি বলেন– আমি মো. আজিজুর রহমান চুক্তিভিত্তিক নিয়োগের চুক্তিপত্রের অনুচ্ছেদ ৭ অনুযায়ী, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক (চলতি দায়িত্ব) পদ থেকে আজ ১৯ আগস্ট স্বেচ্ছায় পদত্যাগ করলাম।

উল্লেখ্য, ২০২১ সালের ১ নভেম্বর আবহাওয়া অধিদফতরের পরিচালক (চলতি দায়িত্ব) পদে নিয়োগ পান মো. আজিজুর রহমান। এর আগে, আবহাওয়া অধিদফতরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি।

/এএম

 

 

Exit mobile version