Site icon Jamuna Television

গাইবান্ধায় নির্মাণাধীন বাসার ছাদের রডের ওপর ঝুলছিলো শিশুর মরহেদ

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নির্মাণাধীন একটি বাসার ছাদ থেকে সোহান মিয়া (১৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার ধাপেরহাট বন্দরের আজিজার রহমানের (চেয়ারম্যান) বাসার দ্বিতীয় তলার ছাদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সোহান মিয়া ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, ওই সময় হঠাৎ করে দ্বিতীয়তলার ছাদের নির্মানাধীন একটি পিলারের রডের উপর আটকে থাকা অবস্থায় সোহান মিয়ার মরদেহ দেখা যায়। বিদ্যুৎস্পৃষ্টে শিশুটি মারা যেতে পারে বলে প্রাথমিক ধারণা করছেন তারা। 

ঘটনাস্থলে থাকা ধাপেরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ছাদের উপরে থাকা রড়ে শিশু সোহানকে ঝুলে থাকতে দেখা যায়। তবে শিশুটি কীভাবে মারা গেল সেটি খতিয়ে দেখা হচ্ছে। 

সাদুল্লাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ শুকুর আলী জানান, ওই স্থান থেকে সোহান মিয়া নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।

/আরআইএম

Exit mobile version