Site icon Jamuna Television

বিসিবি চাইলে পদত্যাগ করবেন হাথুরুসিংহে

আওয়ামীলীগ সরকারের পতন হওয়ার পর পরিবর্তনের হাওয়া বইছে বাংলাদেশে। রাজনৈতিক জায়গা থেকে শুরু করে সরকারি পদ, শিক্ষা ব্যবস্থাসহ নানা ক্ষেত্রেই হচ্ছে পরিবর্তন ব্যতিক্রম হয়নি ক্রীড়া ক্ষেত্রেও। আর এই পরিবর্তনকে খুশি মনেই মেনে নিয়েছেন ক্রিকেটার ও ক্রিকেটের ভক্ত-সমর্থকরা।

বিসিবি সভাপতির পদ ও পরিচালনা পর্ষদে আসতে যাচ্ছে নতুন মুখ। সভাপতি হতে যাচ্ছেন বিসিবির সাবেক নির্বাচক ফারুক আহমেদ, এমন গুঞ্জন মেলেছে ডাল পালা। তবে তিনি যদি দায়িত্ব পান তাহলে চাকরি হারাতে পারেন হেড কোচ হাথুরুসিংহে।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ। সেখানেই সংবাদ সম্মেলনে আসেন টাইগারদের প্রধান কোচ। কথা বলেছেন নিজের অবস্থান নিয়ে। চান্দিকা হাথুরুসিংহে বলেন, আমার কোনো ধারণা নেই বিসিবিতে কী চলছে। আমার ভবিষ্যতের কথা বললে, যত দিন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে, আমি দায়িত্ব পালন করে যাব। যদি বোর্ড বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায়, আমার তাতে কোন সমস্যা নেই। তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব।

এদিকে ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি দোয়া ও ভালোবাসা প্রকাশ করেছেন হাথুরু। জানিয়েছেন এটি একটি অভূতপর্ব ঘটনা।হাথুরুসিংহে বলেন, বাংলাদেশের গণ আন্দোলনে যাদের কাছের মানুষজন মারা গেছে, তাদের পরিবারের জন্য আমার দোয়া ও ভালোবাসা রইলো। খুবই কঠিন ছিল এটি। আমি আশা করি, শিক্ষার্থীদের সব প্রশ্নের উত্তর আসবে। এটি অভূতপর্ব ঘটনা। আশা করি, দেশ আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে।

সবশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো করার প্রত্যাশার কথা জানিয়েছেন এই হেড কোচ। ক্রিকেটের মাধ্যমে দেশের মানুষকে আনন্দের জোয়ারে ভাসাতে চান হাথুরু। তিনি বলেন, জাতীয় দলের সামনে সুযোগ আছে দেশের মানুষের মন-মানসিকতা ভালো করার। আমরা সবাই জানি, মানুষকে ঐক্যবদ্ধ করার ও আশা দেয়ার ক্ষমতা আছে খেলা-ধূলার। এই ম্যাচটি ভালো খেলতে পারলে অবশ্যই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা একটু স্বস্তি পাবে।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ১ম টেস্টটি অনুষ্ঠিত হবে আগামী ২১ অগাষ্ট রাওয়ালপিন্ডিতে।

/আরআইএম

Exit mobile version