Site icon Jamuna Television

বিটিআরসির চেয়ারম্যানসহ ৫ জনের নিয়োগ বাতিল

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালকসহ (ডিজি) পাঁচজনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে– বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, পিআইবির ডিজি জাফর ওয়াজেদ, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. মো. আমিনুর রহমান এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের সদস্য মো. রবিউল হোসাইনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

এদিকে, ৯৮৮ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর মধ্যে ভাইস চেয়ারম্যান ৪৯৪ জন (পুরুষ) এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৪৯৪ জন।

/এএম

Exit mobile version