Site icon Jamuna Television

কুড়িগ্রামে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু 

স্টাফ করসপনডেন্ট, কুড়িগ্রাম:

কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের দুলাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– আব্দুল আলীমের ছেলে দেলোয়ার হোসেন (২) এবং নুরুন্নবীর ছেলে কামরুল হাসান (২)। ওই দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টার দিকে বাড়ির পাশের রাস্তায় খেলতে খেলতে পুকুরের পানিতে পড়ে যায় ওই দুই শিশু। তাদের দেখতে না পেয়ে সন্ধান চলতে থাকে। একপর্যায়ে পুকুরের পানিতে ভেসে দুই শিশুর দেহ। উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, আমাদের এলাকার একই পরিবারের দুই চাচাতো ভাই খেলতে গিয়ে পানিতে পড়ে মারা গেছে। এ ঘটনায় এলাকাবাসী শোকাত ও মর্মাহত।

/এএম

Exit mobile version