Site icon Jamuna Television

আহতদের দেখতে হাসপাতালে ভিড় না জমাতে আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের জন্য প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার। তবে, আহতদের দেখতে হাসপাতালে ভিড় না জমাতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২০ আআগস্ট) সকালে, আন্দোলনের সময় আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একে একে আহতদের ঘুরে দেখেন। তাদের চিকিৎসার খোঁজ নেন। আহতদের পাশাপাশি কথা বলেন তাদের স্বজনদের সাথেও। বিভিন্ন সমস্যার বিষয়ে হাসপাতাল পরিচালকের সাথেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় রোগীদের সবশেষ পরিস্থিতি জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে তুলে ধরেন চিকিৎসকরা। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আহতদের জন্য প্রয়োজনীয় সবকিছুই করছে সরকার।

/এএস

Exit mobile version