Site icon Jamuna Television

অনলাইনে বিক্রিতে সব রেকর্ড ছাড়িয়েছে আলিবাবা

মাত্র ২৪ ঘণ্টায় অনলাইন বিক্রিতে আগের সব রেকর্ড গুড়িয়ে দিলো, আলিবাবা। রোববার, সিঙ্গেলস ডে উপলক্ষ্যে ৩ হাজার ৮শ’ কোটি ডলারের বিক্রি ছিলো, চীনের ই-কমার্স জায়ান্টের।

যা, গেলো বছরের তুলনায় বেড়েছে দ্বিগুণ। কিন্তু, সিঙ্গেলস ডে’র ১০ বছরের ইতিহাসে সর্বনিম্ন বার্ষিক প্রবৃদ্ধি হার। ৩৯ থেকে যার পতন ঘটেছে ২৭ শতাংশে। এরজন্য, যুক্তরাষ্ট্রের সাথে চলমান শুল্কযুদ্ধকে দায়ী করেন অর্থনৈতিক বিশ্লেষকরা। রোববার ‘সিঙ্গেলস ডে’র প্রথম প্রহর শুরুর দেড় মিনিটের মাথায় ১৪৪ কোটি ডলারে পণ্য বিক্রি করে আলিবাবা। মাত্র, এক ঘণ্টায় প্রতিষ্ঠানটির বিক্রয়ের পরিমাণ ছিলো এক হাজার কোটি ডলারের বেশি।

আলিবাবা’র ব্যবস্থাপনা চেয়ারপার্সন জ্যাক মা’র দাবি, এবছর ৭৫টি দেশের ১৯ হাজার ব্র্যান্ড অংশ নিয়েছে এই আয়োজনে। খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব ক্রিসমাসের আগে পশ্চিমা ‘ব্ল্যাক ফ্রাইডে’ ও ‘সাইবার মানডে’র অনুকরণে চীন চালু করে, বিশেষ মূল্যছাড়ে কেনাকাটার সুযোগ।

Exit mobile version