Site icon Jamuna Television

আশুলিয়া ও রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত

আশুলিয়া ও রংপুরে কথিত বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত ২ জনই ডাকাত দলের সদস্য।

ভোরের দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় কথিত বন্দুকযুদ্ধে শামীম নামে একজন নিহত হয়। পুলিশ জানায়, ধামরাইসহ বিভিন্ন থানায় দায়ের হওয়া ৮ মামলার আসামি শামীম দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গতকাল কালামপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর রাতে শামীমকে নিয়ে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় অভিযানে গেলে উঁতপেতে থাকা সন্ত্রাসীরা গুলি ছোঁড়ে। পাল্টা গুলি চালায় পুলিশও। দু’পক্ষের গোলাগুলিতে আহত হয় শামীম। পরে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, রংপুরের গঙ্গাচড়ে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আরও একজন নিহত হয়েছে।

Exit mobile version