Site icon Jamuna Television

এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ

কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. নুরুল আমিন। ২০২৩ সালের ২২ মার্চ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি। পদত্যাগপত্রে ২০ আগস্ট থেকেই এ সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর করার জন্য আবেদন করা হয়।

এর আগে, গত ১৩ আগস্ট কর্মকর্তা-কর্মচারীদের যৌথসভায় কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়। ১৮ আগস্ট থেকে কর্মবিরতি পালন করে আন্দোলনরতরা। চেয়ারম্যান এবং সদস্যদের গাড়ি চালক ও অফিস সহকারীরাও আন্দোলনে সামিল হয়েছেন। গাড়ি চালকরা ১৯ আগস্ট থেকে গাড়ি বন্ধ রাখেন। ১৯ আগস্ট কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা নিজ ব্যবস্থাপনায় অফিস করলেও ২০ আগস্ট তাদের অফিসে দেখা যায়নি।

/এমএইচ

Exit mobile version