Site icon Jamuna Television

সরানো হলো সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিকে

দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিকে সরিয়ে দেয়া হয়েছে। তাদের জায়গায় জেলা প্রশাসক, ইউএনও, বিভাগীয় কমিশনার বা তাদের মনোনীত প্রতিনিধি দায়িত্ব পালন করবে।

মঙ্গলবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে জারিকৃট প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে জেলা পর্যায়ে জেলা প্রশাসক, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার কিংবা তাদের মনোনীত প্রতিনিধিকে দায়িত্ব প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০২৪ এর ৬৮ অনুযায়ী এই নির্দেশনা দেয়া হয়েছে।

/আরএইচ

Exit mobile version