Site icon Jamuna Television

কক্সবাজারের সাবেক এমপি বদি গ্রেফতার

চট্টগ্রামের পাচলাইশ এলাকা থেকে সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। কক্সবাজারের টেকনাফের একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব। মামলায় বদি ছাড়াও আরও ৩০ জন আসামি রয়েছে।

মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, গত ৫ আগস্ট টেকনাফে ছাত্র আন্দোলন প্রতিহত করতে বদি ও তার সহযোগীরা আগ্নেয়াস্ত্র নিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করে। একপর্যায়ে রাত ৯টার দিকে তারা গুলি ছুঁড়তে ছুঁড়তে আলো শপিং কমপ্লেক্সে প্রবেশ করে। এ সময় দোকানদাররা প্রাণ বাঁচাতে দোকান ছেড়ে চলে চান। এরপর তারা বিভিন্ন দোকান ভেঙে মূল্যবান জিনিসপত্র ও টাকা নিয়ে যায়। তাছাড়া বাদীর দোকানে আগুন ধরিয়ে দেয় এবং গার্ডকে মারাত্মক জখম করে। একর্যায়ে মাসজিদে মাইকিং করা হলে স্থানীয়রা আসতে শুরু করলে তারা পালিয়ে যায়।

এ ঘটনায় শপিং মলের প্রহরী আহমদ করিম ছাড়াও আরও চারজন গুরুতর আহত হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।

/আরএইচ

Exit mobile version