Site icon Jamuna Television

ফরিদপুরে নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দায় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার কাইচাইল ইউনিয়নের কান্দিগ্রাম সংলগ্ন কুমার নদ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার বিকেলে কুমার নদের পানিতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পায় তারা। পরে থানা পুলিশকে খবর দেয়া হলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। মরদেহের পরণে ছিল লাল গেঞ্জি ও লুঙ্গি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে, মরদেহটি নদীর পানিতে ভেসে এসেছে। তার মৃত্যু অন্যত্র হয়েছে কিনা, তা তদন্তের পর জানা যাবে।

/এএম

Exit mobile version