Site icon Jamuna Television

১১৭ বছর বয়সে মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়সী মানুষ

বিশ্বের সবচেয়ে বয়সী স্পেনের মারিয়া ব্রায়ানাস মোরেরা ১১৭ বছর বয়সে মারা গেছেন। তার জন্ম ১৯০৭ সালে যুক্তরাষ্ট্রে। সাক্ষী হয়েছেন দুটি বিশ্বযুদ্ধ। স্থানীয় সময় মঙ্গলবার (২০ আগস্ট) তার পরিবার বলেছে, তিনি স্পেনে মারা গেছেন। এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তার পরিবার পোস্ট করেছে, মারিয়া ব্রানয়াস আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তার মহানুভবতা চিরদিন আমরা স্মরণ রাখবো।

দুই দশক ধরে, স্পেনের ওলোট শহরে ‘সান্তা মারিয়া ডেল তুরা নার্সিং হোম’-এ মারিয়া ব্রায়ানাস অবস্থান করছিলেন। গত মঙ্গলবার, তিনি এক পোস্টে লিখেছিলেন য কিছুটা দুর্বল লাগছে তার। বলেছিলেন, সময় ঘনিয়ে এসেছে।

/এআই

Exit mobile version