Site icon Jamuna Television

নির্বাচনের পরিবেশ তৈরি না হলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে: ফখরুল

নির্বাচনী পরিবেশ নেই বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এমন পরিবেশ থাকলে ভোটে অংশগ্রহণের বিষয়টি পুর্নবিবেচনা করা হবে।

আজ সোমবার সকালে দলের নয়াপল্টন কার্যালয়ে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি অনুষ্ঠানে এ মন্তব্য করেন ফখরুল।

তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত আন্দোলনের অংশ। এই নির্বাচনের মাধ্যম্যে স্বৈরাশাসকের পতন ঘটানো হবে। দেশনেত্রী খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে আনা হবে।

এর আগে বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার মনোনয়ন ফরম উত্তলোনের মাধ্যমে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। খালেদা জিয়ার পক্ষে ফেনী-১ ও বগুড়া-৬ আসনের মনোনয়ন ফরম তোলা হয়।

পরে বিএনপি ঠাকুরগাঁও-১ আসন থেকে নিজের জন্য মনোনয়ন ফরম তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

Exit mobile version