Site icon Jamuna Television

এক উপ-পুলিশ কমিশনারসহ ১০ জেলা পুলিশ সুপারকে প্রত্যাহার

১০ জেলা পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদেরকে বিভিন্ন রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়। একই প্রজ্ঞাপনে সিলেটের আরেক উপ-পুলিশ কমিশনারকে রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন— সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আজবাহার আলী শেখকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে (পুলিশ সুপার), কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে (পুলিশ সুপার), মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে (পুলিশ সুপার), বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খানকে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে (পুলিশ সুপার) সংযুক্ত করা হয়েছে।

এছাড়াও মাগুরা জেলার পুলিশ সুপার মো: মশিউদ্দৌলা রেজাকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে (পুলিশ সুপার), নাটোরের পুলিশ সুপার মো: তারিকুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে (পুলিশ সুপার), সিরাজগঞ্জের পুলিশ সুপার মো: আরিফুর রহমান মন্ডলকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে (পুলিশ সুপার), গাইবান্ধার পুলিশ সুপার মো: কামাল হোসেনকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে (পুলিশ সুপার), হবিগঞ্জ জেলার পুলিশ সুপার আক্তার হোসেনকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে (পুলিশ সুপার, এবং পটুয়াখালীর পুলিশ সুপার মো: আবদুস ছালামকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে। 

অন্যদিকে, আজ সকালে পুলিশের তিন বড় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তারা হলেন– অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. আতিকুল ইসলাম, উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. আসাদুজ্জামান।

/এমএইচ

Exit mobile version