Site icon Jamuna Television

দ্রুত নিয়োগ সুপারিশের দাবিতে শিক্ষকদের বিক্ষোভ

আদালতের রায় অনুযায়ী দ্রুত নিয়োগ সংক্রান্ত সুপারিশের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষকরা। আজ বুধবার (২১ আগস্ট) সকালে সচিবালয়ের সামনে অবস্থান নেন ১৩তম ও ১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নিয়োগপ্রাপ্তরা।

তাদের দাবি, ২০১৬ সালের ১৩তম এবং ২০১৮ সালে ১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হন তারা। শূন্য পদের বিপরীতে সরাসরি তাদের নিয়োগের কথা ছিল। তবে তা না হওয়ায় আদালতে রিট দায়ের করেন তারা।

এর জেরে আপিল বিভাগ তাদেরকে সরাসরি নিয়োগের নির্দেশও দেন। তবে এই নির্দেশও যথাযথ মানা হয়নি। তাই সব বৈষম্য দূর করে ১৩তম ও ১৪ তম রিট পিটিশনারদের দ্রুত সুপারিশ দেয়ার দাবি জানান তারা।

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় নিয়োগপ্রাপ্তরা দাবি করেন, এর মাধ্যমে প্রতিষ্ঠিত হবে বৈষম্যহীন বাংলাদেশ।

/এএম

Exit mobile version