Site icon Jamuna Television

খালেদা জিয়ার বায়োপিক সিনেমা ‘আপসহীন’, অভিনয় করেছেন নিপুন

সম্প্রতি শেখ সেলিমের সাথে সম্পর্ক নিয়ে এফডিসির প্রভাবশালী নেত্রী, শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও অভিনেত্রী নিপুনকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিলো। যে সংবাদটি প্রকাশ হওয়ার পর প্রকাশ্যে এসেছিলো কিভাবে নিপুন প্রভাব খাঁটিয়ে হেরে গিয়েও চলচিত্র সমিতির সাধারণ সম্পাদকের পদটি দখলে রেখেছিলেন।

তবে এবার নিপুন আলোচনায় এসেছেন খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করে। জানা গেছে, দীর্ঘ ১১ বছর পর আলোর মুখ দেখতে চলেছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বায়োপিক ‘আপসহীন’। প্রয়াত পরিচালক গাজী মাজহারুল আনোয়ার নির্মাণ করেছিলেন এ সিনেমা। একপ্রকার গোপনেই তিনি শেষ করেছিলেন ছবিটির কাজ।

সিনেমাটির মুক্তি পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন অভিনেতা হেলাল খান। এ সিনেমায় তিনি জিয়াউর রহমানের চরিত্রে অভিনয় করেছেন। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, সিনেমাটি মুক্তির ব্যাপারে অবশ্যই বেগম খালেদা জিয়ার সঙ্গে একবার দেখা করতে চান।

হেলাল খান বললেন, ম্যাডাম অসুস্থ। এই মুহূর্তে এটা নিয়ে কথা বলাটা ঠিক হবে না। তিনি সুস্থ হলেই ছবিটি নিয়ে তার সঙ্গে আলোচনা করব। তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে।

এদিকে, ব্যক্তিজীবনে আওয়ামী লীগের সমর্থক নিপুণ আক্তার। ছবিটিতে যুক্ত হওয়ার নেপথ্যের ঘটনা জানিয়ে গণমাধ্যমে তিনি বলেন, কএকদিন গাজী মাজহারুল আনোয়ার আঙ্কেল আমার বাসায় আসেন। ছবিটির কথা জানালেন। তখন শাহ আলম কিরণ ভাইয়ের ‘৭১-এর মা জননী’ ছবির শুটিং চলছে। আমাকে আঙ্কেল বললেন, চলচ্চিত্রটি ম্যাডাম খালেদা জিয়ার জীবনী নিয়ে।

২০১৪ সালে আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় আসায় এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমাগত অস্থিরতার দিকে ধাবিত হলে এই চলচ্চিত্রের বিষয়টি গোপন রাখা হয়।

২০২২ সালে মারা যান গাজী মাজহারুল আনোয়ার। সিনেমাটি নিয়ে প্রয়াত পরিচালক মাজহারুল আনোয়ারের অনেক স্বপ্ন ছিল বলে জানান তার ছেলে সরফরাজ আনোয়ার উপল।

উল্লেখ্য, ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনের (৫ জানুয়ারি) আগে ছবিটি সারাদেশে মুক্তি দেয়ার কথা ছিলো। কিন্তু হেলাল খান জেলে থাকায় গাজী মাজহারুল আনোয়ার সিনেমাটি মুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি।

/এমএইচআর

Exit mobile version