Site icon Jamuna Television

একুশে আগস্ট গ্রেনেড হামলা আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল: রিজভী

ফাইল ছবি।

একুশে আগস্ট গ্রেনেড হামলা আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার (২১ আগস্ট) দুপুরে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল। কিন্তু এই ষড়যন্ত্রের মূল কী, সেটা জানতে না দিয়ে এটাকে আওয়ামীকরণ করা হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন শেখ হাসিনা ও তার প্রভুদের টার্গেট।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনার ভূত ও আত্মা এখনও তার সাজানো প্রশাসনের মধ্যে রয়েছে। দ্রুত পদক্ষেপ নিয়ে প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন ও পুলিশ থেকে তার ভূতকে সরাতে হবে।

যুবদলের বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে শুরু হয়ে জিপিও মোড় ঘুরে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

/এএম

Exit mobile version