
আখাউড়া প্রতিনিধি:
ভারী বর্ষণ আর ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলার দক্ষিণ ইউনিয়নের সীমান্তবর্তী কালিকাপুর গ্রামে ঢলের পানিতে ডুবে সুবর্ণা আক্তার নামে এক গর্ভবতী নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার (২১ আগস্ট) সকালের দিকে এ ঘটনা ঘটে। মৃত সুবর্ণা আক্তার আখাউড়া উপজেলার বীরচন্দ্রপুর এলাকার পারভেজ মিয়ার স্ত্রী। এ তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দিন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, ঘরে আচমকা বানের পানি ঢুকে পড়ায় তাড়াহুড়ো করে বের হতে গিয়েছিলেন সুবর্ণা। এসময় বানের পানিতে তার শিশু পুত্রকে বাঁচাতে গেলে পানিতে ভেসে ডুবে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, পাহাড়ি ঢলের তোড়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর তলিয়ে গেছে। পানি উঠেছে আশেপাশের বহু গ্রামে। পানির তোড়ে একটি অস্থায়ী সেতু ভেঙে আখাউড়া-আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
/এএম
 
				
				
				
 
				
				
			


Leave a reply