Site icon Jamuna Television

নিবন্ধন পেলো এবি পার্টি, ঈগলে চেপে উড়বে ভোটের মাঠে

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত হলো আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বুধবার (২১ আগস্ট) ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাতে দেশে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াল ৪৫টি।

ইসির জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায় ও আদেশ অনুযায়ী ‘দ্য রিপ্রেজেনন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ চ্যাপ্টার ভিআইএ’-এর বিধান মোতাবেক প্রধান কার্যালয় সায়হাম স্কাই ভিউ টাওয়ার, চতুর্থ তলা, ৪৫ বিজয় নগর রোড, ঢাকা-১০০০-এ অবস্থিত আমার বাংলাদেশ পার্টিকে (এবি পার্টি) পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করিয়াছে।

এতে আরও বলা হয়, এবি পার্টির জন্য ‘ঈগল’ প্রতীক সংরক্ষণ করা হয়াছে এবং এর নিবন্ধন নম্বর ৫০।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নেতা ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান এফ এম সোলায়মান চৌধুরী এবি পার্টির আহ্বায়ক। আর ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জু এবি পার্টির সদস্য সচিব।

উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধন ছাড়া কোনো দল নিজের প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারে না।

/এমএন

Exit mobile version