Site icon Jamuna Television

চেচনিয়ায় পবিত্র কোরআনে চুম্বন ভ্লাদিমির পুতিনের

পবিত্র কোরআন শরিফ চুম্বন করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চেচনিয়া সফরকালে সেখানকার ঈসা মসজিদ পরিদর্শন করেন রুশ প্রেসিডেন্ট।

এসময় পুতিন স্বর্ণখচিত একটি কোরআন শরিফ উপহার দেন মসজিদ কর্তৃপক্ষের কাছে। এরপর কোরআন শরিফটি চুম্বন করতে দেখা যায় তাকে। মসজিদটি রুশ প্রেসিডেন্টকে ঘুরিয়ে দেখান চেচেন নেতা রমজান কাদিরভ।

উল্লেখ্য, ২০১৯ সালে মসজিদটি উদ্বোধন করা হয়। প্রায় ১০ হাজার বর্গমিটার স্থানজুড়ে নির্মিত এই স্থাপনাকে ইউরোপের সবচেয়ে বড় মসজিদ বলে আখ্যা দেয় চেচেন কর্তৃপক্ষ।

/এমএইচআর

Exit mobile version