Site icon Jamuna Television

‘এ’ দলের দ্বিতীয় দিনের খেলাও ভেসে গেলো বৃষ্টিতে

বাংলাদেশ-পাকিস্তানের রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টির কারণে পিছিয়েছে চার ঘণ্টা। দুই দেশের জাতীয় দলের মতো একই অবস্থা ‘এ’ দলেরও। ইসলামাবাদ ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ ‘এ’ ও পাকিস্তান শাহিনসের মধ্যকার দ্বিতীয় চার দিনের ম্যচাটির দুদিনই ভেস্তে গেছে বৃষ্টিতে।

মঙ্গলবা্রের মতো বুধবারও মাঠে গড়ায়নি বল। এমনকি করা যায়নি টসও। দুই দলের প্রথম চার দিনের ম্যাচেও বাধা দিয়েছিল বৃষ্টি। সবমিলিয়ে ওই ম্যাচে খেলা হয় মাত্র ১৭৩.৫ ওভার, দুই দিনেরও কম সময়ে মাঠে গড়ানো সেই ম্যাচের ফলাফল শেষ হয় ড্র-য়ে।

উল্লেখ্য, চারদিনের সিরিজ শেষে একই ভেন্যুতে তিনটি একদিনের ম্যাচ খেলবে দুই দেশের যুবারা। ম্যাচগুলো মাঠে গড়াবে যথাক্রমে ২৬, ২৮ ও ৩০ আগস্ট।

/এমএইচআর

Exit mobile version