Site icon Jamuna Television

পানি নিয়ে ভারতের অপরাজনীতি বন্ধের দাবিতে বেরোবিতে বিক্ষোভ

সিনিয়র করেসপনডেন্ট, রংপুর 

ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ আগস্ট) রাত এগারোটার দিকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়। এসময় তারা ‘যদি চাও মুক্তি, ছাড়ো ভারত ভক্তি, পানি নিয়ে টালবাহানা চলবে না চলবে না’, ‘পানি নিয়ে ভারতের রাজনীতি চলবে না চলবে না’, ‘পানি নিয়ে প্রহসন চলবে না চলবে না’, বলে স্লোগান দেয় শিক্ষার্থীরা।

মিছিলটি শহীদ আবু সাঈদ চত্বর হয়ে লালবাগ, খামার মোড় হয়ে ফের আবু সাঈদ চত্বরে এসে শেষ হয়। সেখানে সমাবেশ করেন তারা। সমাবেশে শিক্ষার্থীরা ভারতের প্রত্যেকটা বাঁধের বিপরীতে বাংলাদেশের বাঁধ নির্মাণ এবং ভারতের সকল অপরাজনীতি বন্ধের দাবি জানান। তাদের দাবি, অবিলম্বে ভারতকে তিস্তা পানি চুক্তি করতে হবে। উজানের ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা দিতে হবে। নইলে কঠোর আন্দোলন গড়ে তুলবে তারা।

/আরআইএম

Exit mobile version