
সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হবেন এবার কমলা হ্যারিস। তিনি ভাঙবেন সেই সুউচ্চ, কঠিন বাধার দেয়াল। সম্প্রতি শিকাগো রাজ্যে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের মঞ্চে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। খবর বিবিসির।
চার দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী রাতে অতিথি হিসেবে ভাষণ দেন হিলারি ক্লিনটন। তিনি বলেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির হয়ে মনোনয়ন জিতে প্রথম নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে একটি বাধার দেয়াল ভেঙেছিলেন হিলারি নিজে। এখন কমলা হ্যারিসের সময় এসেছে দেশের প্রথম নারী প্রেসিডেন্ট হয়ে বাধার দেয়াল ভাঙার।
বুধবার (২১ আগস্ট) কমলা হ্যারিসের রানিং মেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন নেয়ার কথা রয়েছে টিম ওয়ালজের। কমলা প্রেসিডেন্ট হলে ভাইস প্রেসিডেন্ট হবেন মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ।
/এএম



Leave a reply