Site icon Jamuna Television

টানা বৃষ্টিতে খাগড়াছড়ি ফের প্লাবিত; লোকালয়ে ঢুকেছে পানি

খাগড়াছড়ি প্রতিনিধি:

টানা বৃষ্টিতে ফের প্লাবিত হয়েছে খাগড়াছড়ি। রাতভর বৃষ্টি হওয়ায় ছড়া, খাল ও নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল তলিয়ে বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার।

পৌর এলাকার মুসলিম পাড়া, আরামবাগ, শান্তিনগর, বাঙ্গালকাটি, খবংপুড়িয়া, কলেজ পাড়া, মধুপুর, বটতলীসহ প্রায় সবক’টি ওয়ার্ড পানিতে ডুবেছে। বাসাবাড়ি ছাড়া সড়ক, ব্রীজ, তলিয়েছে। ডুবেছে শাকসবজির ক্ষেত। অনেক নিম্নাঞ্চলের আশ্রয় কেন্দ্রেও পানি ঢুকেছে। 

চেঙ্গী নদীর পানি উপড়ে স্রোতের বেগ বেড়ছে। নদী তীরবর্তী উত্তর, দক্ষিণ গঞ্জপাড়ার ঘর বাড়ির ছালের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ঘরবাড়ি ছেড়ে অধিকাংশ মানুষ অন্যত্র সরে গেলেও এখনো অনেকে বাসাবাড়িতে অবস্থান করছে। তাদের সরিয়ে নিতে উদ্ধার কাজে নেমেছে রেডক্রিসেন্ট সদস্যরা। সেনাবাহিনীর একটি টিম মাঠে রয়েছে জানা গেছে। তবে ত্রাণ তৎপরতা নিয়ে এখন পর্যন্ত কোনো উদ্যোগ দেখা যায়নি।

খাগড়াছড়িতে এ নিয়ে গত ৪৯ দিনে চার বার প্লাবিত হয় বিভিন্ন এলাকা। সবশেষে আজ বৃহস্পতিবারের প্লাবনের চিত্র সবচেয়ে বেশি।

/আরআইএম

Exit mobile version