Site icon Jamuna Television

৪ দিনের রিমান্ডে সাংবাদিক শাকিল-ফারজানা দম্পতি

চাকরিজীবী মো. ফজলুল করিম হত্যা মামলায় একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা ও প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে দুই পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এই আদেশ দেন।

এর আগে, আদালতে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা-পূর্ব থানার উপ-পরিদর্শক মোহাইমিনুর রহমান ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

গতকাল বুধবার (২১ আগস্ট) উত্তরা পূর্ব থানার এই হত্যা মামলায় তাদেরকে গ্রেফতার দেখায় পুলিশ। এর আগে, এদিন সকালে ফ্রান্সে যাওয়ার সময় তাদেরকে আটক করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ। পরে বিমানবন্দরের দায়িত্বরত ডিবি পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জসিম উদ্দিন মোড়ে গুলিবিদ্ধ হন ফজুলল। পরে এদিন রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় গতকাল ২১ আগস্ট উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই।

প্রসঙ্গত, গত ৮ আগস্ট একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়।

/আরএইচ

Exit mobile version