Site icon Jamuna Television

১৬ নভেম্বর তরুণদের সাথে দেশ ভাবনা নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রথমবারের মতো সরাসরি তরুণদের সাথে দেশ ভাবনা নিয়ে কথা বলবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনাড়ম্বর এই অনুষ্ঠানে আলোচনা হবে তাঁর ব্যক্তিগত জীবন, তরুণদের নিয়ে তাঁর পরিকল্পনা, দেশ নিয়ে তরুণদের ভাবনা এই সকল বিষয়ে।

অনুষ্ঠানটি আয়োজিত হবে আগামী ১৬ই নভেম্বর বিকাল ৩টা-৫টা। দেশের সব টিভি চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে। পাশাপাশি গবেষণা সংস্থা সিআরআই, ইয়াং বাংলা-সহ বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমের ফেসবুক পেজেও অনুষ্ঠানটি লাইভ দেখা যাবে।

Exit mobile version