Site icon Jamuna Television

গ্লোবাল ল’ থিংকার্স সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো শান্তি ক্যাম্পেইন

রাজধানীর উত্তরার আজমপুরে গ্লোবাল ল’ থিংকার্স সোসাইটির উদ্যোগে শান্তি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে শান্তি ক্যাম্পেইন। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘বেটার জেনারেশন, বেটার বাংলাদেশ আওয়াজ শুনি’। শনিবার (১৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল নাগরিকের মধ্যে বোঝাপড়া, সহযোগিতা এবং ঐক্যের সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে। সংকটের এই সময়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার ওপর গুরুত্বারোপ করা অত্যন্ত জরুরি। এটি শান্তি ও সম্প্রীতি প্রচারের মাধ্যমে সম্ভব।

এতে সহযোগিতা করেছেন ওয়াটারকিপার্স বাংলাদেশ, উন্মাদ, নতুন রঙে উত্তরা, রিবিল্ডিং বাংলাদেশ, বঙ্গাব্দ, এবং টিম ইনক্লুশনসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান।

/আরএইচ

Exit mobile version