Site icon Jamuna Television

জার্মান রাষ্ট্রদূতের সাথে এবি পার্টির বৈঠক; অভ্যুত্থান-পরবর্তী আকাঙ্ক্ষা নিয়ে আলোচনা

ফেডারেল রিপাবলিক অফ জার্মানির ঢাকাস্থ রাষ্ট্রদূত আচিম ট্রস্টারের সঙ্গে এবি পার্টি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) গুলশানস্থ জার্মানির দূতাবাসে বেলা সাড়ে ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তাদের মধ্যে অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ, নতুন প্রজন্মের রাজনীতি ও অভ্যুত্থান-পরবর্তী আকাঙ্ক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, দলের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া উপস্থিত ছিলেন।

এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু দ্বিতীয় প্রজন্মের রাজনৈতিক দল হিসেবে এবি পার্টির নীতি, বিশেষ করে ইস্যু ভিত্তিক রাজনীতি এবং সেবা ও সমস্যা সমাধানমূলক রাজনীতির ধারণা সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি বলেন, এবি পার্টির রাজনীতির সারমর্ম হলো নাগরিক অধিকার নিশ্চিত পূর্বক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা।

এবি পার্টি অতীত মুখীতা ও পরিবারতান্ত্রিক রাজনীতি পরিহারে তাদের অঙ্গীকার তুলে ধরে বলেন, জাতি গঠনে ভবিষ্যতের দিকে মনোনিবেশ করা উচিত। ছাত্র-যুবকরা পুরানো রাজনীতিতে ক্লান্ত এবং সত্যিকার অর্থেই একটি রূপান্তরমূলক পরিবর্তন দেখতে চায় যা এবি পার্টি ধীরে ধীরে আরও স্পষ্ট করে তুলে ধরবে।

/এটিএম

Exit mobile version