Site icon Jamuna Television

এক দফা দাবিতে উত্তরা-শাহবাগে আনসারদের অবরোধ

চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর উত্তরার বিমানবন্দর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে আনসার সদস্যরা। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ৯টার দিকে জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করে তারা।

অবরোধ চলে মধ্যরাত পর্যন্ত। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন।

আন্দোলনরত আনসার সদস্যরা বলেন, দাবি মানা না হলে আগামী ২৫ আগস্ট সারা দেশে কর্মবিরতি পালন করা হবে। সেই সঙ্গে ওই দিন উচ্চ আদালতের সামনে বিক্ষোভ কর্মসূচি করা হবে বলেও জানান তারা।

পরবর্তীতে পুলিশ-সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। অবরোধের ফলে দুর্ভোগে পড়েন সেখানকার সাধারণ যাত্রীরা। বিক্ষোভে প্রায় তিন শতাধিক আনসার সদস্য অংশগ্রহণ করেন।

এদিকে, চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়েও অবরোধ করেছে আনসার সদস্যরা। বৃহস্পতিবার রাত ১০টার পরে শাহবাগ মোড় অবস্থান নেয় তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ ছাড়বেন না বলে জানিয়েছেন উপস্থিত আনসার সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারাদেশে ৫৩ হাজার আনসার সদস্য রয়েছেন। তারা চান ব্যাটালিয়ন আনসারের মতো চাকরির জাতীয়করণ। 

/এএম

Exit mobile version