Site icon Jamuna Television

প্রায় অর্ধকোটি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত, নিহত ১৩

বন্যায় এখন পর্যন্ত ১১ জেলার ৪৫ লাখ মানুষ আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়। এছাড়া আজ শুক্রবার (২৩ আগস্ট) দুপুর পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

বন্যার সামগ্রিক পরিস্থিতি নিয়ে এদিন দুপুরে ব্রিফিং করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়। সেখানে জানানো হয়, এখন পর্যন্ত এক লাখ ৮৮ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনী এক সাথে কাজ করছে।

নিহতদের মধ্যে– কুমিল্লায় ৪ জন, কক্সবাজারে ৩, ফেনীতে ১, চট্টগ্রামে ২, নোয়াখালীতে ১, ব্রাহ্মণবাড়িয়াইয় ১ ও লক্ষ্মীপুরের একজন রয়েছেন।

ব্রিফিংয়ে আরও বলা হয়, কুমিল্লা ও ফেনীতে পরিস্থিতি তদারকিতে অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টারা অবস্থান করছেন। দুর্গত মানুষদের জন্য সাহায্য হিসেবে সরকারিভাবে ৩ কোটি ৫২ লাখ টাকা এবং ২০ হাজার ১৫০ মেট্রিক টন চাল সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে বলেও জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়।

/এমএইচ

Exit mobile version