Site icon Jamuna Television

দক্ষিণ কোরিয়ায় হোটেলে আগুন, পুড়ে মারা গেলো ৭ জন

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭ জনের প্রান গেছে। গুরুতর আহত হয়েছেন আরো অন্তত ১২ জন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইয়োনহাপ নিউজ এজেন্সি।

জানা গেছে, রাজধানী সিওলের দক্ষিনে বুচেন এলাকার একটি নয়তলা হোটেলের আট তলায় আগুন লাগে। যা পরবর্তীতে ছড়িয়ে পরে। পরে ফায়ার সার্ভিসের ৪৬টি ট্রাক এবং ১৫০ জন কর্মী আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় দুই ঘন্টা একটানা চেষ্টার পর নিয়ন্ত্রনে আসে আগুন।

এদিকে, হতাহতদের মধ্যে তিনজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। হতাহতদের বেশিরভাগই হোটেলের অতিথি ছিলেন বলে জানা গেছে।

উদ্ধারকাজ পরিদর্শন করেছেন দেশটির নিরাপত্তামন্ত্রী লি স্যাং মিন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

/এমএইচ

Exit mobile version