Site icon Jamuna Television

থাইল্যান্ডে ৯ আরোহীসহ বিমান বিধ্বস্ত

থাইল্যান্ডের শহর ব্যাংককে একটি ছোট আকারের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে ব্যাংককের বিমানবন্দর থেকে উড্ডয়নের একটু পরই প্লেনটি বিধ্বস্ত হয়। বিমানটিতে মোট ৯ আরোহী ছিলেন। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের চাচোয়েংসাও প্রদেশের ম্যানগ্রোভ জলাভূমিতে বিমানটি আছড়ে পড়ে। উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলে জীবিত কাউকে খুঁজে পাননি। থাইল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানটিতে সাতজন যাত্রী-ক্রু এবং দুজন পাইলট ছিলেন।

বিমানটিতে কারা ছিলেন তাৎক্ষণিকভাবে তাঁদের নাম জানা যায়নি। তবে দেশটির প্রাদেশিক সরকারের মুখপাত্র জানিয়েছেন, বিমানে হংকং থেকে আসা পাঁচ চীনা পর্যটক ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন দুজন নারী থাই ক্রু এবং থাই পাইলট ও কো-পাইলট।

/এআই 

Exit mobile version