Site icon Jamuna Television

বতসোয়ানায় পাওয়া গেলো বিশ্বের ২য় বৃহত্তম হীরা

বতসোয়ানায় একটি খনি থেকে ২ হাজার ৪৯২ ক্যারেটের একটি হীরা আবিষ্কার করা হয়েছে। এখন পর্যন্ত বিভিন্ন খনি থেকে যত হীরা পাওয়া গেছে, তার মধ্যে এটিই দ্বিতীয় বৃহত্তম। কানাডিয়ান ফার্ম লুকারা ডায়মন্ড এই হীরাটি খুঁজে পেয়েছে। বৃহস্পতিবার (২৩ আগস্ট) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় পাওয়া ৩ হাজার ১০৬ ক্যারেটের কুলিনান হীরাটি-ই এখন পর্যন্ত সবচেয়ে বড়। ওই হিরাটি কেটে ৯ টুকরো করা হয়েছিল। এসব টুকরোর অনেকগুলো পরে ব্রিটিশ রাজমুকুটে স্থাপন করা হয়। 

তবে, বতসোয়ানার রাজধানী গ্যাবোরোনের প্রায় ৫০০ কিলোমিটার উত্তরে অবস্থিত কারোই খনি থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হীরাটি পাওয়া গেছে। দেশটিতে এর আগে ২০১৯ সালে ,একই খনি থেকে ১ হাজার ৭৫৮ ক্যারেটের আরেকটি হীরা পাওয়া গিয়েছিলো।

/এআই

Exit mobile version