
নেপালে ভারতীয় পর্যটকবাহী বাস খাদে পরে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) পোখরা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে এই দুর্ঘটনা হয়। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বাসের যাত্রীদের সবাই ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২৬ জন। দুর্ঘটনার সময় বাসটিতে ৪০ জন ভারতীয় যাত্রী ছিলেন।
পোখরা-কাঠমান্ডু পাহাড়ি সড়কে হঠাৎ নিয়ন্ত্রণ হারায় বাসটি। এরপর খাদের ৭শ’ ফুট নিচে মারসাংদী নদীতে আছড়ে পর্যটকবাহী এই বাস। খবর পেয়ে দ্রুত উদ্ধার কাজ শুরু করে জরুরি বিভাগের সদস্যরা। ভারতীয় দূতাবাস জানায়, মরদেহগুলো উদ্ধারের পর ভারতে পাঠানো হবে।
/এআই
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply