Site icon Jamuna Television

‘৬ দিনের টেস্টে’ মুখোমুখি শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড!

আগামী ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে দেশটির সাধারণ নির্বাচন। এদিকে ১৮ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে ইংলিশদের বিপক্ষে তাদের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। খেলাটি অনুষ্ঠিত হবে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে। তবে নির্বাচন উপলক্ষে ভোটের দিন বন্ধ থাকবে খেলা। ম্যাচ শেষ হবে ২৩ সেপ্টেম্বর। সার্বিকভাবে ছয় দিনে শেষ হবে গল টেস্ট।

টেস্ট ক্রিকেটে এমন ঘটনা সবশেষ দেখা গিয়েছিল ২০০৮ সালে। সেবার বাংলাদেশের নবম জাতীয় সংসদ নির্বাচনের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টের মাঝে ২৯ ডিসেম্বর রাখা হয়েছিল ‘রেস্ট ডে’ বা একদিনের বিরতি। অপরদিকে, দুই দশক পরে শ্রীলঙ্কায় দেখা যাচ্ছে এরকম ম্যাচ। সবশেষ ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে কলম্বো টেস্টের মাঝে লঙ্কানদের স্থানীয় পোয়া ডে (পূর্ণিমা) পড়ায় সেদিন খেলা হয়নি।

অবশ্য, বিংশ শতাব্দীতে টেস্ট ক্রিকেটে ‘রেস্ট ডে’ ছিল নিয়মিত ঘটনা। ইংল্যান্ডে অনেক ম্যাচ ছয় দিন ধরে খেলা হতো। সপ্তাহের প্রায় রোববারেই মাঠে গড়াতো না খেলা।

উল্লেখ্য, সিরিজে দুদলের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৬ সেপ্টেম্বর। একই মাঠে হবে ম্যাচটি।

/এমএইচআর

Exit mobile version