Site icon Jamuna Television

বন্যায় স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, প্রায় ৩০ কিলোমিটার এলাকায় যানজট

বন্যার কারণে স্থবির হয়ে পড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ফেনীর লেমুয়া ব্রিজ পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকায় দেখা দিয়েছে যানজট।

বৃহস্পতিবার (২২ আগস্ট) থেকে কয়েক হাজার যানবাহন আটকে আছে মহাসড়কে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে লেমুয়া ব্রিজ। পারাপারে তৈরি হয়েছে ঝুঁকি। এতে দু’প্রান্ত সব যানবাহন আটকা পড়েছে। ছড়িয়ে পড়েছে যানজট।

ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকা চালক-যাত্রীরা। এতে চরম বিপাকে পড়েছেন তারা। অনেকে খাবারের জন্য মহাসড়কের পাশের দোকানগুলোয় ভিড় জমাচ্ছেন। সেখানে অতিরিক্ত দাম রাখার অভিযোগ করেছেন যাত্রীরা।

/এনকে

Exit mobile version