Site icon Jamuna Television

এবার গ্রাফিতিতে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান

বন্যা দুর্গতদের সহায়তায় শুধু সরকার নয়, প্রত্যেক নাগরিককে নিজেদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার (২৩ আগস্ট) সকালে রাজধানী ঢাকার নিউমার্কেট, সাইন্সল্যাব এলাকায় দেয়ালে গ্রাফিতি অঙ্কন কর্মসূচিতে আলাপকালে তারা এসব বলেন।

দেয়ালচিত্রের মাধ্যমে শিশু কিশোররা এই পরিবর্তনের চিত্র তুলে ধরছেন। তারা জানান, প্রথাগত নিয়ম ভেঙে শুধু সরকার কিংবা জনপ্রতিনিধিই নয়, স্থানীয় সামর্থবানদেরও সমাজের প্রয়োজনে এগিয়ে আসতে হবে। শিশু কিশোররা তাদের ছবির তুলিতে দারিদ্রমুক্ত সাবলম্বী এক বাংলাদেশ বিনির্মাণে তাদের আগামীর প্রত্যাশা তুলে ধরেন।

এ বিষয়ে চিত্র শিল্পী নওশীন তাবাসুম তৃনা বলেন, সমাজের মানুষের মাঝে চিন্তার খোরাক যোগাতেই তাদের এই দেয়ালচিত্র অংকনের উদ্যোগ। এটি ব্যস্ত নাগরিক জীবনে নতুন করে ভাবনার সুযোগ তৈরী করবে বলেও মন্তব্য করেন এই চিত্রশীল্পী।

/এএস

Exit mobile version