Site icon Jamuna Television

জামায়াতকে নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি গোলাম পরওয়ারের

নির্বাহী আদেশেই জামায়াতকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।

শুক্রবার (২৩ আগস্ট) রাতে খুলনার সোনাডাঙ্গায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ দাবি জানান তিনি। বলেন, ইতোমধ্যে বিষয়টি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে।

আগামী নির্বাচনে জামায়াত এককভাবে লড়াই করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াত একটি নির্বাচনমুখী দল। গ্রহণযোগ্য সকল নির্বাচনে দলটি অংশগ্রহণ করবে। তবে এখনও সে বিষয়ে বলার সময় আসেনি। পরিস্থিতি বিবেচনায় দলটি কোন কৌশলে নির্বাচনে অংশ নেবে তা জানানো হবে।

জানান, কৌশলগত কারণেই ২০ দলীয় জোটে তারা নেই। তবে বিগত এ জোটের সব দলের সাথেই সুসম্পর্ক রয়েছে তাদের।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য যতটুকু সময় প্রয়োজন জামায়াতে ইসলামী বর্তমান সরকারকে তা দিতে প্রস্তুত বলেও জানান দলের সেক্রেটারি জেনারেল।

Exit mobile version