Site icon Jamuna Television

অ্যান্টিবায়োটিক নয়, সর্দি-কাশি-জ্বরের ওষুধ দেয়ার অনুরোধ

সাম্প্রতিক ছবি।

ত্রাণে যারা বিভিন্ন ওষুধ দিচ্ছেন তাদের অ্যান্টিবায়োটিক না দিয়ে সাধারণ সর্দি-কাশি, জ্বরের ওষুধ দেয়ার অনুরোধ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (২৪ আগস্ট) সকালে টিএসসিতে গণত্রাণ কর্মসূচি উপলক্ষ্যে আয়োজিত এক ব্রিফিংয়ে এ অনুরোধ জানান সমন্বয়করা।

তারা বলেন, স্বতঃস্ফূর্তভাবে সারাদেশের মানুষ বন্যাদুর্গতদের পাশে দাঁড়াচ্ছে। প্রতিনিয়ত বাড়ছে তাদের দেয়া সাহায্যের পরিমাণ, সাথে বাড়ছে ত্রাণ দিতে আসা মানুষদের সংখ্যাও।

গতকাল রাত দুইটা পর্যন্ত মোট ১ কোটি ৪২ লাখ টাকা জমা হয়েছে বলেও জানান তারা। বলেন, এ মুহূর্তে বন্যাদুর্গতদের জন্য কাপড়ের প্রয়োজন নেই। সবচেয়ে বেশি প্রয়োজন ওষুধ, টর্চ এবং স্যানিটারি প্যাড।

নির্ধারিত নম্বর ছাড়া অন্য কোনো নম্বরে ত্রাণের টাকা না পাঠানোর জন্যও অনুরোধ করেন তারা। জানান, গতকাল দিনব্যাপী ২০টি ট্রাক ফেনী ও নোয়াখালীর উদ্দেশ্যে গিয়েছে। ত্রাণ বহন করে নিয়ে যাবার জন্য পর্যাপ্ত বাহন আছে বলেও আশ্বস্ত করেন সমন্বয়করা।

/এমএইচ

Exit mobile version