Site icon Jamuna Television

বাংলাদেশি পাসপোর্ট পেলেন হামজা চৌধুরী

ফাইল ছবি

দেশের হয়ে খেলার পথে আরও একধাপ এগোলেন বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। বাংলাদেশি পাসপোর্ট হয়ে গেছে তার।

ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্তরে এ বছর শক্তিশালী দল ওয়াটফোর্ডে খেলছেন তিনি। ব্যস্ততার জন্য লন্ডনস্থ হাইকমিশনে যেতে পারেননি তিনি। শুক্রবার হামজার মা পাসপোর্ট সংগ্রহ করেন। বিষয়টি নিশ্চিত করে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

এখন ইংলিশ ফুটবল এসোসিয়েশনের অনাপত্তিপত্র প্রয়োজন, কারণ একসময় দেশটির যুব দলের খেলোয়াড় ছিলেন তিনি। সেই অনাপত্তিপত্র পাওয়ার পর ফিফার ‘প্লেয়ার স্ট্যাটাস’ কমিটিতে আবেদন করতে হবে। সেই কমিটির সবুজ সংকেত পেলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই ২৬ বছর বয়সী হামজার।

ধারণা করা হচ্ছে, বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নামতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে এই মিডফিল্ডারকে। তিনি সাবেক ইংলিশ চ্যাম্পিয়ন লেস্টার সিটির ফুটবলার। ধারে খেলছেন ওয়াটফোর্ডে।

/এনকে

Exit mobile version