Site icon Jamuna Television

সাকিবকে দল থেকে অপসারণ ও দেশে পাঠাতে আইনি নোটিশ

হত্যা মামলার আসামী সাকিব আল হাসানকে জাতীয় ক্রিকেট দল থেকে অপসারণ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর এসেছে এই নোটিশ।

শনিবার (২৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এ নোটিশ পাঠান। মূলত সাকিবকে ক্রিকেট থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে এই নোটিশ দেয়া হয়েছে এই। একইসাথে হত্যা মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে তাতে।

এই আইনজীবী বলেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু অপরাধ মামলা রেকর্ড হয়েছে; তাই আইসিসির আইন অনুযায়ী তিনি জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন।

গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিব আল হাসানের বিরুদ্ধে ২২ আগস্ট ডিএমপির আদাবর থানায় হত্যা মামলা রুজু হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৬ জনকে আসামি করা হয়।

/এনকে

Exit mobile version