Site icon Jamuna Television

বাবা হলেন জাস্টিন বিবার, সন্তানের নাম কী রাখলেন?

বাবা হলেন জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার। হেইলি বিবারের কোলজুড়ে এল ফুটফুটে পুত্রসন্তান। শুক্রবার (২৩ আগস্ট) ইনস্টাগ্রামে নবজাতকের পায়ের একটি ছবি পোস্ট করে সবার সঙ্গে খুশির খবরটি ভাগ করে নিয়েছেন এই তারকা দম্পতি।

পাশাপাশি ছেলের নামও প্রকাশ করলেন তারা। বিবার একটি পোস্টে লিখেছেন, ‌‘স্বাগত জ্যাক ব্লুজ বিবার’। অর্থাৎ ছেলের নাম জ্যাক ব্লুজ বিবার। বিবারের সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল। সেই সঙ্গে কমেন্ট সেকশনেও অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই দম্পতি।

গত মে মাসে স্ত্রীর বেবিবাম্পের ছবি পোস্ট করে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন জাস্টিন বিবার। সেই সময় জাস্টিন ও তার স্ত্রী পরপর কিছু ছবি-ভিডিও শেয়ার করেছিলেন। বিশেষ সময়টি তারা কীভাবে কাটাচ্ছেন সেসব মুহূর্ত করেছিলেন ফ্রেমবন্দি।

২০১৮ সালে অনেকটা চুপিসারেই বিয়ে করে নেন জাস্টিন-হেইলি। যদিও সেসময় বিয়ের খবর কেউই প্রকাশ্যে আনেননি। অতঃপর বিয়ের চার বছর পূর্তিতে নিজেদের বিবাহের কথা স্বীকার করেন তারকা জুটি। আর বিয়ের ৬ বছর পর তাদের কোলজুড়ে জুড়ে এলো পুত্র জ্যাক ব্লুজ বিবার।

/এটিএম

Exit mobile version