Site icon Jamuna Television

জাপা’র মনোনয়নপত্র বিতরণের সময় বাড়লো

জাতীয় পার্টির মনোনয়নপত্র বিতরণের তারিখ দুদিন বর্ধিত করা হয়েছে। সে অনুযায়ী আগামী ১৪ এবং ১৫ নভেম্বর জাতীয় পার্টির মনোনয়নপত্র বনানী অফিস থেকে বিতরণ করা হবে।

আজ সোমবার সন্ধ্যায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন শিডিউল অনুযায়ী ১৬ নভেম্বর চেয়ারম্যানের বনানী কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

এদিকে দ্বিতীয় দিনের মতো সোমবারও জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিস থেকে একাদশ জাতীয় নির্বাচনে আগ্রহী প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এদিন জাতীয় পার্টির ৫৬২টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে।

Exit mobile version