Site icon Jamuna Television

সাংবাদিকদের ওপর হামলা-মামলার ঘটনায় বিজেসি’র উদ্বেগ

গণমাধ্যমের অফিস ভাঙচুর, সাংবাদিকদের ওপর হামলা ও মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)। শনিবার (২৪ আগস্ট) এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভ্যুত্থানের সময় দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সাংবাদিক হতাহত হন। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর বেশ কয়েকটি সংবাদমাধ্যমের অফিসে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এতে অনেক সাংবাদিক আক্রান্ত হয়েছেন। অফিস দখল করায় অনেককে চাকরি হারাতে হয়েছে।

এতে আরও বলা হয়, আদালত প্রাঙ্গণে সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন। তাছাড়া, গত বৃহস্পতিবার একটি হত্যা মামলায় শেখ হাসিনার সাথে ৭ জন সাংবাদিককেও আসামি করা হয়। একাত্তর টিভির সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও বিশেষ প্রতিনিধি ফারজানা রুপা সাংবাদিকতার অপব্যবহার বা দুর্নীতি করে থাকলে তার বিচার হবে। কিন্তু তাদের আইনি সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। তাদের আইনি সুবিধা দেয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানানো হয়।

/আরএইচ

Exit mobile version