Site icon Jamuna Television

সাবেক এমপি সাদেক খান আটক

ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানকে আটক করেছে পুলিশ। বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে হামলার ঘটনায় করা মামলার অন্যতম আসামি তিনি।

শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় তাকে আটক করে পুলিশ।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৪ আগস্ট রাতে রাজধানীর মোহাম্মদপুরে মার্শা বার্ণিকাটের গাড়িতে হামলার ঘটনা ঘটে। সেদিন বদিউল আলম মজুমদারের বাসায় নৈশভোজে গিয়েছিলেন মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে গাড়িতে ওঠার সময় তার গাড়িবহর লক্ষ্য করে হামলা করা হয়। পরে এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার আসামি সাদেক খান।

/আরএইচ

Exit mobile version