Site icon Jamuna Television

খাগড়াছড়িতে ছড়ায় ডুবে শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির দীঘিনালায় প্লাবিত এলাকার পানি নামার পর ছড়ায় ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার মেরুং ইউনিয়নের জয়ন্ত কারবারি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম রুষা চাকমা (১১)।

মেরুংয়ের চংড়াছড়ি এসডিপি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিলো রুষা চাকমা। খবর পেয়ে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম। এ সময় নিহত শিশু শিক্ষার্থীর সৎকারের জন্য তার পিতার কাছে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন জেলা প্রশাসক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরে বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষ হতে নিহত শিক্ষার্থীর পরিবারকে প্রয়োজনীয় সহায়তা করা হবে।

/এমএইচআর

Exit mobile version