Site icon Jamuna Television

মুমূর্ষু শিশুকে উদ্ধার করে ঢাকায় আনলো বিজিবির হেলিকপ্টার

বন্যাদুর্গত ফেনীর পরশুরামে ত্রাণ সামগ্রী পৌঁছাতে গিয়ে বন্যার পানিতে ডুবে যাওয়া মুমূর্ষু শিশুকে উদ্ধার করে ঢাকায় নিয়ে এসেছে বিজিবির হেলিকপ্টার। শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ফেনীর পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বন্যাদুর্গত অসহায় বানভাসী মানুষদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার জন্য বিজিবি হেলিমিশন পরিচালিত হয়।

এ সময় বিজিবির এয়ার উইং এর উপমহাপরিচালক কর্নেল মো. মঈনুল ইসলামের কাছে খবর আসে পাশের অন্তপুর গ্রামের প্রবাসী কাজী নুরুল আমিনের দেড় বছর বয়সী শিশু নাজমুল বন্যার পানিতে তলিয়ে গেছে। পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজির পরে তাকে অবস্থায় উদ্ধার করে।

এমন পরিস্থিতিতে বিজিবি তাৎক্ষণিকভাবে তার পরিবারের লোকজনসহ হেলিকপ্টারে করে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে নিয়ে আসে। এরপর বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে করে মুমূর্ষ শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

/এএস

Exit mobile version