Site icon Jamuna Television

বন্যার্তদের পাশে ‘আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন’

১৮ অক্টোবর, ২০১৮ সাল। সবাইকে কাঁদিয়ে ওপারে চলে যান বাংলাদেশের দ্য গিটার মাস্টার কিংবদন্তী ‘আইয়ুব বাচ্চু’। তবে যাওয়ার আগে রেখে যান ‘আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন’। তার সেই ফাউন্ডেশন এবার ভয়াবহ বন্যায় ভেসে যাওয়া মানুষের পাশে দাঁড়াল।

ইতোমধ্যে ‘আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন’ থেকে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা করেছে। তার ব্যান্ড এলআরবি-র ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।  

পোস্টে লেখা হয়েছে, ‘আজ বড় বিপদ আমাদের। মানুষ ভেসে গেছে, জনপদ ভেসে গেছে। কিন্তু আমাদের বাঁচার স্বপ্ন ভেসে যায়নি। হিমালয়ের বেসিনের এই পলি বদ্বীপে বন্যা আর আমাদের সুপ্রাচীন সম্পর্ক রয়েছে। আমরা সব থেকে শক্তিশালী আমাদের দুর্যোগে। বানভাসি মানুষেরা এই পলির বুকে ‘ফিনিক্স’ পাখির মত জেগে উঠে বার বার।’

পোস্টে আরেও লিখা হয়েছে, ‘আমাদের সেই ১৯৯৮ সালের বন্যার স্মৃতির কথা মনে পড়ে। বাংলাদেশের শিল্পীরা বরাবরের মত সম্মুখ সারিতে দাঁড়িয়ে ছিল ত্রাণ তৎপরতাকে উজ্জীবিত করার তাগিদে। আইয়ুব বাচ্চুর স্মৃতি ভেসে আসছে বার বার। এমন দুর্যোগে কিছু একটা করার তাড়না তাকে তাড়িয়ে বেড়াতো। একে-ওকে ফোন দিয়ে জড় করে ফেলতেন। আমরা আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু ত্রাণ ইতিমধ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা দ্রুত আর কিছু ত্রাণ সরবরাহের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আপনারা আপনাদের সামর্থ্যের সবটুকু দিয়ে ফ্রন্ট লাইনে দাঁড়ান।’

/এআই

Exit mobile version